দক্ষিণ পশ্চিমাঞ্চলে খামারীদের পছন্দ ভারতীয় গরুর বাছুর

0
1045

উত্তম চক্তবর্ত্তী : সিমান্ত দিয়ে আমদানি হওয়া ভারতীয় বাছুর গরু এখন দক্ষিণ পশ্চিম অঞ্চালের খামারীদের গরু মোটাতাজাকরণ প্রথম পছন্দ। প্রতিদিনই সিমান্তের বিভিন্ন এলাকা দিয়ে হাজার হাজার বাছুর গরু সহ চাষাবাদ ও মাংসের গরু আমদানি হচ্ছে। সিমান্তের খাটাল গুলিতে ভোর রাত হতে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী ও খামারীদের পদচারনায় স্বরগরম। অনুসন্ধানের জানা গেছে, দীর্ঘ দিন বৈধ ভাবে ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় খামারী ও ব্যবসায়ীরা ছিল চরম বিপাকে। অবৈধ ভাবে গরু আমদানিতে জীবন দিতে হয়েছে একাধিক রাখালের। বর্তমান সরকার বৈধ ভাবে কোরিডোর চালু করায় খাটাল নামক খাত থেকে সরকার পাচ্ছে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার রাজস্ব । বিশেষ করে ব্যবসায়ীদের এখন প্রথম পছন্দ ছোট গরু। এ বিষয়ে কথা হয় ত্রক গরু ব্যবসায়ীর সাথে তিনি প্রতিনিধিকে জানায়, ঈদুল আযহার পরেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে খামারীদের খামার অনেক টায় শূণ্য হয়ে যায়। শূণ্য খামার পুরনে খামারীদের পছন্দ ভারতীয় গরু। ভারতীয় গরুর বাছুর শুটাম দেহের অধিকারী হওয়ায় মোটাতাজা করণে দ্রুত বৃদ্ধি ও দ্রুত ওজন বৃদ্ধি পায়। ভারতীয় গরুর বাছুর খাদ্য ও চিকিৎসায় অনেকটায় সুবিধা জনক অবস্থানে। কমেছে চোরায় পন্য আমদানি রপ্তানি। এলাকার যুব সমাজ মাদক পাচার বন্ধ রেখে বৈধ ভাবে গরুর আমদানি রপ্তানি কাজে নিয়োজিত হয়ে প্রতিদিনই আয় করছে হাজার হাজার টাকা। সিমান্ত এলাকা এখন চোরাকারবারীদের নয়। গরু ব্যবসায়ী ও খাটাল মালিক খামারীদের পদচারণায় মুখরিত ৷ সিমান্ত বাসী গরু আমদানির সাথে জড়িত হয়ে অনেকটায় স্বচ্ছন্তে জীবন যাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here